Chartered AL-Barakah Child Education Protection Plan

পরিচিতিঃ


শিক্ষা নিরাপত্তা বীমা” (মুনাফাবিহীন)। এই পরিকল্পের অধীনে সুবিধাভোগী শিশুর একদিকে মেয়াদপূর্তিতে বিরাট অংকের অর্থ প্রাপ্তির নিশ্চয়তা রয়েছে আবার অন্যদিকে মেয়াদকালে (আল্লাহ না করুন) প্রিমিয়ামদাতার মৃত্যু ঘটলে বছরে বছরে সন্তানকে নির্দিষ্ট বৃত্তি প্রদানের মাধ্যমে পিতা মাতার স্বপড়ব পূরণে আর্থিক নিরাপত্তাও এতে রয়েছে। এই পরিকল্পের অধীনে যৌথভাবে প্রিমিয়ামদাতা ও শিশুর জীবনের উপর গ্রহণ করা যায়। প্রিমিয়ামদাতা অবশ্যই শিশুর পিতা হবেন। পিতার অবর্তমানে শিশুর মাতা শিক্ষিতা ও উপার্জনক্ষম হলে তিনি প্রিমিয়ামদাতা হবেন।

সুবিধাসমূহঃ

  • বীমার মেয়াদ পূর্তিতে, বীমা গ্রাহককে প্রতি হাজারে ২০ টাকা নিশ্চিত মুনাফাসহ বীমা অংকের পুরো টাকা প্রদান করা হবে।
  • বীমা পলিসির মেয়াদের মধ্যে, বীমাগ্রাহকের অনাকাঙ্খিত মৃত্যু হলে তাঁর নমিনি/মনোনীতককে বীমা অংকের পুরো অর্থ প্রদান করা হবে। এবং শিশুকে প্রতি হাজারে ১০ টাকা করে শিক্ষাবৃত্তি মেয়াদ পর্যন্ত প্রদান করা হবে।
  • বীমাগ্রাহক তার মেয়াদের অন্তত: দু’বছর অতিμান্তের পর পলিসি হ্রাসকৃত/সম্পাদিত বীমা অংক (Paid-Up) সুবিধা এবং সমর্পণ মূল্য অর্জন করে থাকে।
  • বীমাগ্রাহক মোট বীমা অংকের উপর নির্দিষ্ট পরিমাণ আয়কর রেয়াত পাবেন এবং বীমা দাবীর মাধ্যমে প্রাপ্ত আয় সম্পূর্ণ আয়করমুক্ত।

শর্তাবলি এবং বৈশিষ্ট্যসমূহঃ

  • বীমা গ্রাহকের সর্বনিম্ন বয়স ২০ বছর এবং সর্বোচ্চ বয়স ৬০ বছর
  • এ জাতীয় বীমা সাধারনত: ১০, ১৫ ও ২০ বছর মেয়াদের হয়ে থাকে। উল্লেখ্য, মেয়াদপূর্তিতে বীমাগ্রাহকের বয়স হতে হবে সর্বোচ্চ ৭০ বছর।
  • বীমা অংকের সর্বনিম্ন পরিমাণ ১০০,০০০/- (এক লক্ষ টাকা)।
  • গ্রাহক তার সুবিধামত বার্ষিক, ষান্মাসিক, ত্রৈমাসিক ও মাসিক ভিত্তিতে প্রিমিয়াম প্রদান করতে পারবেন।
  • ন্যূনতম দু’বছর চালু থাকার পর বীমা গ্রাহক বীমা চালু রাখতে অনিচ্ছুক বা অসমর্থ হলে উক্ত বীমা সমর্পণ করা যাবে এবং বীমাগ্রাহক সমর্পণ মূল্য প্রাপ্য হবেন।

পলিসি গ্রহণ পদ্ধতিঃ:

“চার্টার্ড আল-বারাকাহ্ তিন কিস্তি বীমা” কেনার জন্য আপনার নিকটস্থ আমাদের বিμয় অফিস/এজেন্সি অফিস/ ইউনিট অফিসে আমাদের সংশ্লিষ্ট ফাইন্যান্সিয়াল এসোসিয়েট/ইউনিট ম্যানেজার/ব্রাঞ্চ ম্যানেজার/সেলস্ ম্যানেজার এর সাথে যোগাযোগ করুন। “চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড”-এর নিবেদিত টিম আপনাকে সব ধরনের সহযোগিতা করতে বদ্ধ পরিকর।

অস্বীকৃতিঃ


ব্যতিক্রম ও অযোগ্যতাঃ

আত্মহত্যা (আপত্তি উত্থাপনযোগ্য সময়কালের মধ্যে), যুদ্ধ অথবা এইডস এর কারণে মৃত্যু হলে এই বীমা সুরক্ষা প্রদান করবে না। ব্যতিক্রম ও অযোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে ইস্যুকৃত বীমা দলিল মনোযোগের সাথে পড়ুন ।

বীমা তামাদি হলেঃ

বর্ধিত সময় (প্রদেয় তারিখ হতে ৩১ দিন পর্যন্ত) পেরিয়ে যাওয়ার পরও প্রিমিয়াম প্রদান করা না হলে এবং ন্যূনতম নগদ মূল্য অর্জিত না হলে বীমা থেকে মূল্য বা সুবিধা পাওয়া যাবে না।

দ্রষ্টব্যঃ

এটি একটি ব্যাখ্যামূলক পুস্তিকা, কোন চুক্তি বা স্মারক নয়। বীমা দলিলে আপনার গৃহীত বীমার পরিধি ও শর্তাবলি পূর্ণাঙ্গভাবে বিবৃত থাকবে।